Welcome text

নয়াদিল্লি: প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড কলের সুবিধা চালু করল ভারতী এয়ারটেল। আজ থেকে এয়ারটেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন। এর মূল্য ধার্য হয়েছে ৭ টাকা। ৭ টাকার বিনিময়ে এই সুবিধা মধ্যরাত থেকে সকাল ছটা পর্যন্ত পাবেন গ্রাহকরা। কোম্পানির পক্ষ থেকে এই বিবৃতিতে একথা জানানো হয়েছে। ১২৯ ডায়াল করে এই সুবিধা অ্যাক্টিভেট করতে পারবেন গ্রাহকরা। কোম্পানি ইতিমধ্যেই একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক অ্যাকসেস ফ্রি করেছে। এয়ারটেলের ঘোষণা অনুযায়ী, রাতের জন্য এই আনলিমিটেড কলের সুবিধার মাধ্যমে তাদের প্রিপেড গ্রাহকরা মাত্র ৭ টাকায় লোকাল এয়ারটেল ফোনে মধ্যরাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যতখুশি কথা বলতে পারবেন।একইসঙ্গে এয়ারটেলের এই নাইট স্টোর অনুসারে, গ্রাহকরা মাত্র ৮ টাকায় আনলিমিটেড ২ জি ইন্টারনেট পরিষেবাও পাবেন। কথা বলা ও ইন্টারনেটে- দুটি সুবিধা একত্রে ১৫ টাকায় পাবেন গ্রাহকরা। কোম্পানি জানিয়েছে, কলকাতা,গুজরাত,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ (পূর্ব),হরিয়ানা,কেরল,পঞ্জাব,ওড়িশায় এয়ারটেল প্রিপেড গ্রাহকরা লোকাল এয়ারটেল ফোনে আনলিমিটেড কল তথা মোবাইল ইন্টারনেট সুবিধা ৯ টাকায় পাবেন। কোম্পানির রাত্রিকালীন ৫০০ এমবি থ্রিজি পরিষেবা ২৯ টাকায় এবং ১ জিবি ৪৯ টাকায় পাবেন গ্রাহকরা।

শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

কৃষ্ণকলি

কৃষ্ণকলি আমি তারেই বলি,

             কালো তারে বলে গাঁয়ের লোক ।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে
             কালো মেয়ের কালো হরিণ চোখ ।
ঘোমটা মাথায় ছিল না তার মোটে,
মুক্তবেণী পিঠের 'পরে লোটে ।
             কালো ? তা সে যতই কালো হোক,
             দেখেছি তার কালো হরিণ-চোখ ।।

ঘন মেঘে আঁধার হল দেখে
             ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
             কুটির হতে ত্রস্ত এল তাই ।
আকাশ-পানে হানি যুগল ভুরু
শুনলে বারেক মেঘের গুরু গুরু ।
             কালো ? তা সে যতই কালো হোক,
             দেখেছি তার কালো হরিণ-চোখ ।।

পুবে বাতাস হঠাত্ এল ধেয়ে,
             ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ ।
আলের ধারে দাঁড়িয়ে ছিলেম একা,
             মাঠের মাঝে আর ছিল না কেউ ।
আমার পানে দেখলে কিনা চেয়ে,
আমিই জানি আর জানে সেই মেয়ে ।
             কালো ? তা সে যতই কালো হোক,
             দেখেছি তার কালো হরিণ-চোখ ।।

এমনি ক'রে কালো কাজল মেঘ
             জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে ।
এমনি ক'রে কালো কোমল ছায়া
             আষাঢ় মাসে নামে তমাল-বনে ।
এমনি ক'রে শ্রাবণ রজনীতে
হঠাত্ খুশি ঘনিয়ে আসে চিতে ।
             কালো ? তা সে যতই কালো হোক,
             দেখেছি তার কালো হরিণ-চোখ ।।

কৃষ্ণকলি আমি তারেই বলি,
             আর যা বলে বলুক অন্য লোক ।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে
             কালো মেয়ের কালো হরিণ-চোখ ।
মাথার 'পরে দেয় নি তুলে বাস,
লজ্জা পাবার পায় নি অবকাশ ।
             কালো ? তা সে যতই কালো হোক,
             দেখেছি তার কালো হরিণ-চোখ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

^ Back to Top