Welcome text

নয়াদিল্লি: প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড কলের সুবিধা চালু করল ভারতী এয়ারটেল। আজ থেকে এয়ারটেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন। এর মূল্য ধার্য হয়েছে ৭ টাকা। ৭ টাকার বিনিময়ে এই সুবিধা মধ্যরাত থেকে সকাল ছটা পর্যন্ত পাবেন গ্রাহকরা। কোম্পানির পক্ষ থেকে এই বিবৃতিতে একথা জানানো হয়েছে। ১২৯ ডায়াল করে এই সুবিধা অ্যাক্টিভেট করতে পারবেন গ্রাহকরা। কোম্পানি ইতিমধ্যেই একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক অ্যাকসেস ফ্রি করেছে। এয়ারটেলের ঘোষণা অনুযায়ী, রাতের জন্য এই আনলিমিটেড কলের সুবিধার মাধ্যমে তাদের প্রিপেড গ্রাহকরা মাত্র ৭ টাকায় লোকাল এয়ারটেল ফোনে মধ্যরাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যতখুশি কথা বলতে পারবেন।একইসঙ্গে এয়ারটেলের এই নাইট স্টোর অনুসারে, গ্রাহকরা মাত্র ৮ টাকায় আনলিমিটেড ২ জি ইন্টারনেট পরিষেবাও পাবেন। কথা বলা ও ইন্টারনেটে- দুটি সুবিধা একত্রে ১৫ টাকায় পাবেন গ্রাহকরা। কোম্পানি জানিয়েছে, কলকাতা,গুজরাত,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ (পূর্ব),হরিয়ানা,কেরল,পঞ্জাব,ওড়িশায় এয়ারটেল প্রিপেড গ্রাহকরা লোকাল এয়ারটেল ফোনে আনলিমিটেড কল তথা মোবাইল ইন্টারনেট সুবিধা ৯ টাকায় পাবেন। কোম্পানির রাত্রিকালীন ৫০০ এমবি থ্রিজি পরিষেবা ২৯ টাকায় এবং ১ জিবি ৪৯ টাকায় পাবেন গ্রাহকরা।

শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪

অনলাইনে আয় -এই ধারণাটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

অনলাইনে আয় -এই ধারণাটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় প্রতিটি দেশেরই একটি উল্লেখযোগ্য অংশ- ছাত্রসমাজ, গৃহিণী এবং আর অনেকে যারা হয়তো কোন ফিক্সড চাকুরীতে নেই তারা বিশেষত সবসময়েই ঘরে বসে অনলাইনে আয়ের ব্যাপারে আগ্রহী থাকেন। আজ আমি এমন কিছু সাইটের উল্লেখ করতে যাচ্ছি যা একইসাথে সহজ, বিশ্বাসযোগ্য এবং যা থেকে ঘরে বসেই আয় করা সম্ভব।
তবে দেশে-বিদেশে বহু ভুয়া হায় হায় কোম্পানী আছে ঠিকই; যারা প্রতিক্লিকে ১, ২, ৫, ১০ ডলার বা এরও বেশী ডলার দেয় বলে প্রচার করে–সেগুলোও ভূয়া বা স্কাম সাইট নিশ্চিত জানবেন। তাই বলে প্রকৃত অনলাইন আয়ের সাইট কি নেই? কয়েকটি সাইটে সামান্য টাকা ইনভেস্ট এবং বাকীগুলোতে ইনভেস্ট  ছাড়াই লাইক দেয়া, শেয়ার করা, ফলো করা, ভিডিও দেখা, সার্ভে করা, পিটিসি, পিটিএস ইত্যাদির মাধ্যমেও বেশ আয় করা যায়।
অনেকেই হয়তো জানেন না যে, পিটিসি সাইটের বেশীর ভাগেই পিটিসি, পিটিএস ছাড়াও সার্ভে করা, ভিডিও দেখা, বিভিন্ন কন্টেস্টে অংশ নিয়ে শুধু সামান্য সেন্ট নয় অনেক ডলারও আয় করা যায়। আমরা বোকারা শুধু ক্লিকবাজী ছাড়া এদের বিভিন্ন অপশনে গুঁতাও দিয়ে দেখিনে যে, এসব সাইটের বিভিন্ন অপশনে আবার কী কী আয়ের সুযোগ আছে? তাই দয়া করে সব অপশনে ক্লিক করে দেখুন.
কাজ সমুহঃ
ক্লিক করে আয় করতে পারেন।
সাইন আপ করে আয় করতে পারেন।
Referral করিয়ে আয় করতে পারেন।
রেজিশট্রেশন করুন : Registration করতে এখানে ক্লিক করুন 
১ ডলার হলেই টাকা তুলতে পারবেন  Payza/  Paypal  এর মাধ্যমে।
পে-পার-ক্লিকঃ $০.০১-$০.০৩
রেফারেল থেকে আয়: ১০%-১০০%
পেমেন্টস্ ৭ কর্মদিবসের মধ্যে পাঠানো হবে।
সতর্কতাঃ  ভুলেও বেশি আয়ের লোভে একটি কম্পিউটার থেকে একাধিক একাউন্ট খুলবেন না।
তাহলে আপনার একাউন্ট  তো ব্যান হবেই আপনি আর ঐ কম্পিউটার থেকে আর এখানে একাউন্ট
খুলতে পারবেন না।
আমি খুব সহজে আয় করতে পেরেছি । এবার আপনার পালা !!
ধন্যবাদ সকলকে। কোন প্রশ্ন বা অনলাইনে আয় সম্পর্কিত কিছু জানার থাকলে মন্তব্য করুন, আমি সমাধান দেয়ার চেষ্টা অবশ্যই করব।
^ Back to Top