অনলাইনে আয় -এই
ধারণাটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় প্রতিটি দেশেরই একটি
উল্লেখযোগ্য অংশ- ছাত্রসমাজ, গৃহিণী এবং আর অনেকে যারা হয়তো কোন ফিক্সড
চাকুরীতে নেই তারা বিশেষত সবসময়েই ঘরে বসে অনলাইনে আয়ের ব্যাপারে আগ্রহী
থাকেন। আজ আমি এমন কিছু সাইটের উল্লেখ করতে যাচ্ছি যা একইসাথে সহজ,
বিশ্বাসযোগ্য এবং যা থেকে ঘরে বসেই আয় করা সম্ভব।
তবে দেশে-বিদেশে বহু
ভুয়া হায় হায় কোম্পানী আছে ঠিকই; যারা প্রতিক্লিকে ১, ২, ৫, ১০ ডলার বা
এরও বেশী ডলার দেয় বলে প্রচার করে–সেগুলোও ভূয়া বা স্কাম সাইট নিশ্চিত
জানবেন। তাই বলে প্রকৃত অনলাইন আয়ের সাইট কি নেই? কয়েকটি সাইটে
সামান্য টাকা ইনভেস্ট এবং বাকীগুলোতে ইনভেস্ট ছাড়াই লাইক দেয়া, শেয়ার
করা, ফলো করা, ভিডিও দেখা, সার্ভে করা, পিটিসি, পিটিএস ইত্যাদির মাধ্যমেও
বেশ আয় করা যায়।
অনেকেই হয়তো জানেন না
যে, পিটিসি সাইটের বেশীর ভাগেই পিটিসি, পিটিএস ছাড়াও সার্ভে করা, ভিডিও
দেখা, বিভিন্ন কন্টেস্টে অংশ নিয়ে শুধু সামান্য সেন্ট নয় অনেক ডলারও আয়
করা যায়। আমরা বোকারা শুধু ক্লিকবাজী ছাড়া এদের বিভিন্ন অপশনে গুঁতাও
দিয়ে দেখিনে যে, এসব সাইটের বিভিন্ন অপশনে আবার কী কী আয়ের সুযোগ আছে?
তাই দয়া করে সব অপশনে ক্লিক করে দেখুন.
কাজ সমুহঃক্লিক করে আয় করতে পারেন।
সাইন আপ করে আয় করতে পারেন।
Referral করিয়ে আয় করতে পারেন।
রেজিশট্রেশন করুন : Registration করতে এখানে ক্লিক করুন
১ ডলার হলেই টাকা তুলতে পারবেন Payza/ Paypal এর মাধ্যমে।
পে-পার-ক্লিকঃ $০.০১-$০.০৩
রেফারেল থেকে আয়: ১০%-১০০%
পেমেন্টস্ ৭ কর্মদিবসের মধ্যে পাঠানো হবে।
সতর্কতাঃ ভুলেও বেশি আয়ের লোভে একটি কম্পিউটার থেকে একাধিক একাউন্ট খুলবেন না।
তাহলে আপনার একাউন্ট তো ব্যান হবেই আপনি আর ঐ কম্পিউটার থেকে আর এখানে একাউন্ট
খুলতে পারবেন না।
আমি খুব সহজে আয় করতে পেরেছি । এবার আপনার পালা !!
ধন্যবাদ সকলকে। কোন প্রশ্ন বা অনলাইনে আয় সম্পর্কিত কিছু জানার থাকলে মন্তব্য করুন, আমি সমাধান দেয়ার চেষ্টা অবশ্যই করব।