যে গাছ সব্প্ন দেখায়
ঘুমের জন্য বা নেশার জন্য গাছপালা ব্যবহার এর কথা আমরা অনেকেই জানি ,কিন্তু সবপ্ন দেখার জন্য গাহ্পালা ব্যবহারের কথা শুনলে অবাকই লাগে।এমন কিছু গাছ আছে যাদের শিকড় বা পাতা মানুষের সব্প্নকে এমন নিখুঁত করে তলে ,যে মনে হয় সবপ্নে যেটা দেখছে ,সেটা বাস্তবে ঘটছে।
এরকমই একটি গাছ হলো সিলেনে-ক্যাপেন্সিস (Silene Capensis), গোত্র :- ক্যারিওফাইলেসি (Caryophyllaceae), ইংরাজিতে ইটা পরিচিত আফ্রিকান দ্রিম হার্ব (African Dream Herb) নাম।দক্ষিন আফ্রিকার কোশা (Xhosa) উপজাতিরা একে পবিত্র গাছ মনে করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন