সত্যপ্রিয়তা সাধুতার ধর্ম
সত্যপ্রিয়তা সমাজের এরূপ বন্ধন যে ,কেবল অসত্য বলিবার ভয়েই সমাজে বহুতর আহিতাচরণ রহিত হইয়া যায়। সদোষ স্বীকার করায় সত্যপরায়নের যেমন শাস্তি হয় ,সত্যের প্রভাবে তাহার হৃদয় তদপেক্ষা অধিক উন্নত হয়।সত্যসেবীর মনে শান্তি ,হৃদয়ে সাহস ,বাক্যে স্ফূর্তি ,চক্ষে জ্যোতি এবং সমাজে আদর আছে।অনৃত সেবী কখনই মহত্ত্বের অধিকারী হইতে পারে না। অতয়েব সর্বদা সত্য অবলম্বন করিতে হইবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন