Welcome text

নয়াদিল্লি: প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড কলের সুবিধা চালু করল ভারতী এয়ারটেল। আজ থেকে এয়ারটেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন। এর মূল্য ধার্য হয়েছে ৭ টাকা। ৭ টাকার বিনিময়ে এই সুবিধা মধ্যরাত থেকে সকাল ছটা পর্যন্ত পাবেন গ্রাহকরা। কোম্পানির পক্ষ থেকে এই বিবৃতিতে একথা জানানো হয়েছে। ১২৯ ডায়াল করে এই সুবিধা অ্যাক্টিভেট করতে পারবেন গ্রাহকরা। কোম্পানি ইতিমধ্যেই একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক অ্যাকসেস ফ্রি করেছে। এয়ারটেলের ঘোষণা অনুযায়ী, রাতের জন্য এই আনলিমিটেড কলের সুবিধার মাধ্যমে তাদের প্রিপেড গ্রাহকরা মাত্র ৭ টাকায় লোকাল এয়ারটেল ফোনে মধ্যরাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যতখুশি কথা বলতে পারবেন।একইসঙ্গে এয়ারটেলের এই নাইট স্টোর অনুসারে, গ্রাহকরা মাত্র ৮ টাকায় আনলিমিটেড ২ জি ইন্টারনেট পরিষেবাও পাবেন। কথা বলা ও ইন্টারনেটে- দুটি সুবিধা একত্রে ১৫ টাকায় পাবেন গ্রাহকরা। কোম্পানি জানিয়েছে, কলকাতা,গুজরাত,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ (পূর্ব),হরিয়ানা,কেরল,পঞ্জাব,ওড়িশায় এয়ারটেল প্রিপেড গ্রাহকরা লোকাল এয়ারটেল ফোনে আনলিমিটেড কল তথা মোবাইল ইন্টারনেট সুবিধা ৯ টাকায় পাবেন। কোম্পানির রাত্রিকালীন ৫০০ এমবি থ্রিজি পরিষেবা ২৯ টাকায় এবং ১ জিবি ৪৯ টাকায় পাবেন গ্রাহকরা।

টেক টক

গুগল মান্কি আর :

এক  টুকরো সফটওয়ার যা গুগল আর। এতে  "ট্রাকলেস  অপশন" রয়েছে। সুতরাং আপনি কোনো সাইট এ কী সার্চ করলেন কোনটাই গুগলের সার্চে লগ হবে না , আপনি একেবারে সুরক্ষিত। 

টেক টক

উন্নত প্রযুক্তির এলসিডি টিভি ভারতে লঞ্চ করল বেন কিউ। ৩২ ও ৩৭ ইঞ্চি মাপের মধ্যে পছন্দসই মডেল বাছতে পারবেন ক্রেতারা।  










টেক টক

প্রয়োজন মতো এবার স্কুটার ও ভাজ করে ফেলে যাবে।
হল্যান্ড এর সংস্থা "কগা" বানিয়ে ফেলল এমনই একটি পোর্টেবল স্কুটি,
দাম ১২০০ ডলার। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

^ Back to Top