Welcome text

নয়াদিল্লি: প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড কলের সুবিধা চালু করল ভারতী এয়ারটেল। আজ থেকে এয়ারটেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন। এর মূল্য ধার্য হয়েছে ৭ টাকা। ৭ টাকার বিনিময়ে এই সুবিধা মধ্যরাত থেকে সকাল ছটা পর্যন্ত পাবেন গ্রাহকরা। কোম্পানির পক্ষ থেকে এই বিবৃতিতে একথা জানানো হয়েছে। ১২৯ ডায়াল করে এই সুবিধা অ্যাক্টিভেট করতে পারবেন গ্রাহকরা। কোম্পানি ইতিমধ্যেই একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক অ্যাকসেস ফ্রি করেছে। এয়ারটেলের ঘোষণা অনুযায়ী, রাতের জন্য এই আনলিমিটেড কলের সুবিধার মাধ্যমে তাদের প্রিপেড গ্রাহকরা মাত্র ৭ টাকায় লোকাল এয়ারটেল ফোনে মধ্যরাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যতখুশি কথা বলতে পারবেন।একইসঙ্গে এয়ারটেলের এই নাইট স্টোর অনুসারে, গ্রাহকরা মাত্র ৮ টাকায় আনলিমিটেড ২ জি ইন্টারনেট পরিষেবাও পাবেন। কথা বলা ও ইন্টারনেটে- দুটি সুবিধা একত্রে ১৫ টাকায় পাবেন গ্রাহকরা। কোম্পানি জানিয়েছে, কলকাতা,গুজরাত,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ (পূর্ব),হরিয়ানা,কেরল,পঞ্জাব,ওড়িশায় এয়ারটেল প্রিপেড গ্রাহকরা লোকাল এয়ারটেল ফোনে আনলিমিটেড কল তথা মোবাইল ইন্টারনেট সুবিধা ৯ টাকায় পাবেন। কোম্পানির রাত্রিকালীন ৫০০ এমবি থ্রিজি পরিষেবা ২৯ টাকায় এবং ১ জিবি ৪৯ টাকায় পাবেন গ্রাহকরা।

চলচিত্র

আজ আপনাদের কাছে কিছু ভালো সিনেমার লিংক শেয়ার করব। ফাইল গুলির সাইজ একটু বড়, এগুলির সীডস ও পীরস বেশি। পিকচার ৭২০ ও ১০৮০  রেজুলেশন।

Life of Pi (2012) DVDscr 720p x264-[Dual Audio] [Hindi+English]

Khiladi 786 2012 Hindi 720p HDrip

Barfi! 2012 Hindi 720p DvDRip

The Dark Knight Rises 2012 720p BrRip

Jab Tak Hai Jaan 2012 Hindi BRRip 1080p

Student of the Year 2012 720p Hindi 

Naked Weapon 2002 720p BRRip x264 Dual Audio English Hindi

Zee Cine Awards 2013 Hindi 720p

Inception 2010 BRRip 720p x264 Dual Audio Hindi

OMG Oh My God 2012 Hindi 720p 

The Vampires Assistant 2009 BluRay 720p

 Resident Evil Retribution 2012 BRRip 720p x264 Dual Audio Hindi English

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

^ Back to Top