Welcome text

নয়াদিল্লি: প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড কলের সুবিধা চালু করল ভারতী এয়ারটেল। আজ থেকে এয়ারটেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন। এর মূল্য ধার্য হয়েছে ৭ টাকা। ৭ টাকার বিনিময়ে এই সুবিধা মধ্যরাত থেকে সকাল ছটা পর্যন্ত পাবেন গ্রাহকরা। কোম্পানির পক্ষ থেকে এই বিবৃতিতে একথা জানানো হয়েছে। ১২৯ ডায়াল করে এই সুবিধা অ্যাক্টিভেট করতে পারবেন গ্রাহকরা। কোম্পানি ইতিমধ্যেই একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক অ্যাকসেস ফ্রি করেছে। এয়ারটেলের ঘোষণা অনুযায়ী, রাতের জন্য এই আনলিমিটেড কলের সুবিধার মাধ্যমে তাদের প্রিপেড গ্রাহকরা মাত্র ৭ টাকায় লোকাল এয়ারটেল ফোনে মধ্যরাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যতখুশি কথা বলতে পারবেন।একইসঙ্গে এয়ারটেলের এই নাইট স্টোর অনুসারে, গ্রাহকরা মাত্র ৮ টাকায় আনলিমিটেড ২ জি ইন্টারনেট পরিষেবাও পাবেন। কথা বলা ও ইন্টারনেটে- দুটি সুবিধা একত্রে ১৫ টাকায় পাবেন গ্রাহকরা। কোম্পানি জানিয়েছে, কলকাতা,গুজরাত,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ (পূর্ব),হরিয়ানা,কেরল,পঞ্জাব,ওড়িশায় এয়ারটেল প্রিপেড গ্রাহকরা লোকাল এয়ারটেল ফোনে আনলিমিটেড কল তথা মোবাইল ইন্টারনেট সুবিধা ৯ টাকায় পাবেন। কোম্পানির রাত্রিকালীন ৫০০ এমবি থ্রিজি পরিষেবা ২৯ টাকায় এবং ১ জিবি ৪৯ টাকায় পাবেন গ্রাহকরা।

শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

প্রিয় কম্পিউটার কিন্তু বুঝে নেবে আপনার ভাষা

অনেক করে বলে-বুঝিয়ে, কথায়-ভাবে ভঙ্গীতে কিম্বা ইঙ্গিতে, ‘তাকে’ কথা শোনানো যাচ্ছে না? কাছের মানুষ যদি আপনার কথা শুনতে বা সেটিকে সঠিকভাবে বুঝতে না চান, তবে আর রাগ করে মুখ ভার করে থাকবেন না। সেই সুদিন আসতে আর বেশি দেরি নেই যেখানে মানুষ নয়, বরং সাধের কম্পিউটারটি বুঝে ফেলবে আপনার ভাষা বা মনের ভাব। বিশ্বাস হচ্ছে না তো? শুনতে গল্প হলেও আদতে কিন্তু এই খবর সত্যি! বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় কিছুই যে প্রায় অসম্ভব নয়!
মনের ভাব বা মুখের ভাষা বুঝে কাজ করতে গেলে মানুষের শব্দ ব্যবহার ও ভাষা সম্বন্ধে জানতে হবে কম্পিউটারটিকে প্রবলভাবে। এখানে আবার রয়েছে একটা অন্য সমস্যা। মানুষের দুনিয়ায় ভাষার তো কমতি নেই। একজন মানুষের পক্ষেই সব ভাষা জানা সম্ভব নয়; তাহলে কম্পিউটার কীভাবে তা রপ্ত করবে? বলাই বাহুল্য, প্রাথমিক পর্যায়ে কম্পিউটার বুঝবে সর্বজনগ্রাহ্য ইংরেজিকেই। আর সেই কাজও চলছে দ্রুত গতিতে। আর কিছু দিনের মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এই ‘সুপারকম্পিউটারের’ জাদু! টেক্সাস বিশ্ববিদ্যালয়ের, কার্টিন আর্ক সেই অসাধ্য সাধনটিই করতে চলেছেন, যেখানে কম্পিউটার কোনওরকম কোডিং বা ডিকোডিং ছাড়াই সরাসরি বুঝে নিতে পারবে মনুষ্য ভাষা। মানুষের লজিককে কম্পিউটারের বোঝার মতো ভাষায় পরিবর্তন করার বদলে, মানব বুদ্ধির একগুচ্ছ ‘টেক্সট’ বা কোডেড্ ভাষা দিয়ে শব্দগুলোর অর্ন্তবর্তী সম্পর্ক কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করছেন কার্টিন।
বলতে সহজ লাগলেও আদতে সেই কাজ বেশ কঠিন। এমন একটি মডেল যা সত্যি করে বুঝে নেবে ভাষার মানে এবং প্রত্যেকটি শব্দকে একে অপরের থেকে আলাদা করার ক্ষমতা রাখবে, এ তো ছেলেখেলা নয়।  এতে প্রয়োজন পড়তে পারে অনেক ‘হর্স পাওয়ার’ ও লিখিত কম্যান্ডেরও। কম্পিউটার, তার নিজের ‘ইনটিউশন’ বা বোধবুদ্ধিমতো যাতে প্রতিটি শব্দের বিভেদ অনুযায়ী বুঝে নেয় কথার অর্থ- এমন প্রোগ্রামিং চালু করার পথে প্রায় সফল কার্টিন। বলাই বাহুল্য,  এমন ধরনের গবেষণার জন্য তাঁর প্রয়োজন হয়েছে লক্ষাধিক টেক্সট বা কম্যান্ড। প্রাথমিকভাবে কার্টিন পিসি বা পার্সোনাল কম্পিউটারের ওপর এই পরীক্ষা চালালেও পরে সমান্তরাল কম্পিউটিং করেও চালাচ্ছেন গবেষণা।
তাহলে একবার ভেবেই দেখুন, কার্টিনের এই গবেষনায় জয় লাভের পর কতটা সুবিধে হবে মানুষের! মনের মানুষ মনের কথা না বুঝলেও, প্রিয় কম্পিউটার কিন্তু বুঝে নেবে আপনার ভাষা ও শুনে চলবে সেই কথা। সেই শুভদিনের অপেক্ষায় এখন সকল দেশই!

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

উত্তরপ্রদেশে উলটপুরাণ

প্রেমে প্রত্যাখান, বিয়েতে গররাজি। তরুণীর মুখে অ্যাসিড কিংবা তাকে খুন। অথবা নিজেই 'শহিদ' হওয়া। প্রেমিকদের এইসব পাগলামি ও অপরাধ খবরের শিরোনামে নতুন কিছু নয়। কিন্তু উত্তরপ্রদেশের এক তরুণী ঠিক উল্টো পথে হেঁটে দেখালেন 'হম কিসি সে কম নেহি'। বিয়েতে রাজি না হওয়ায় বয়ফ্রেন্ডকেই 'কিডন্যাপ' করে বসলেন। অভিনব এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভলে।
বিয়েতে রাজি না হওয়ায় সম্ভলের চমন সরাই-এ ২৫ বছরের যুবককে তুলে নিয়ে গেল তাঁর গার্লফ্রেন্ড ও দুই সঙ্গী। ঘটনায় ওই তরুণী ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়। তিন জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অপহৃতের ভাই। ফাহিম নামে অপহৃত ওই যুবক বছর চারেক আগে দিল্লিতে দর্জির কাজ করত। তখন তাঁর সঙ্গে মেয়েটির পরিচয় হয়, পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তিন বছর আগে ফাহিম দিল্লি ছেড়ে আহমেদাবাদে পাড়ি দেয়। তারপর থেকে মেয়েটির সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ ছিল না। মেয়েটি ফাহিমকে বিয়ে করতে চেয়েছিল। ঈদের ছুটিতে ফাহিম বাড়ি এসেছিল। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার ফাহিমের বাড়ি যায় ওই তরুণী তাঁর সঙ্গে ছিল আরও দুই বন্ধু। ফাহিমের সঙ্গে কথা বলতে বলতে তাঁরা ফাহিমকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, ফাহিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তিন জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ফাহিমের খোঁজে তল্লাশি চলছে। তরুণীর বাড়িতে গিয়েও তরুণীটি ও ফাহিমের হদিশ মেলেনি।

সোমবার, ১৯ আগস্ট, ২০১৩

আমরা কি সহজ আয়ের সুযোগ হারাচ্ছি ?

আমাকে যদি জিজ্ঞেস করেন, অনলাইনে আয় করার সবচেয়ে সহজ উপায় কোনটি?
উত্তরঃ পিটিসি বা পেইড টু ক্লিক
পিটিসি বা পেইড টু ক্লিক সাইটগুলো তাদের সাইটে ২০ অথবা ৩০ সেকেন্ড ধরে কোনো বিজ্ঞাপন দেখার জন্য আপনাকে টাকা দিবে। এসব সাইট বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে এই মর্মে টাকা নেয় যে, তারা মেম্বারদের বিজ্ঞাপনদাতাদের কাছে পাঠাবে এবং মেম্বাররা সেই বিজ্ঞাপন কমপক্ষে ২০ বা ৩০ সেকেন্ড ধরে দেখবে।
বিজ্ঞাপনদাতাদের লাভ?
অনেক সস্তায় অসংখ্য মানুষের কাছে তাদের বিজ্ঞাপন পৌঁছে যাবে। অনেক বিজ্ঞাপনদাতা তাদের ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্যও পিটিসি সাইটে বিজ্ঞাপন দেয়।
পিটিসি সাইটের লাভ?
বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে যে টাকা পিটিসি সাইটগুলো নেয়, তার একটি অংশ মেম্বারদের দেয়। বাকিটা তাদের লাভ। এছাড়াও, প্রিমিয়ার মেম্বারশীপ ও রেফারেল বিক্রয় থেকেও পিটিসি সাইটগুলো আয় করে।
আমার লাভ? আপনার লাভ?
বিজ্ঞাপন দেখা ও তা থেকে আয় করা।
সহজই তো মনে হচ্ছে …
সহজই। বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার মত সহজ কাজ দুনিয়ায় কমই আছে। ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ইন্টারনেটে আয়ের বহু বিষয় উল্লেখ করা হলেও অনেকের কাছে প্রশ্ন, আমার কোন অভিজ্ঞতা নেই। আমি কিভাবে কাজ শুরু করব। এই মুহুর্তে আয় করতে পারেন এমন একটি পদ্ধতি এখানে উল্লেখ করা হচ্ছে। সাথেসাথে আয়ের জন্য পিটিসি সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। এজন্য আপনার কিছুই জানা প্রয়োজন নেই। তাদের ফরম পুরন করে সদস্য হবেন, তাদের সাইটে গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করবেন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। সাথেসাথেই আপনি দেখতে পাবেন আপনার নামে সেই ক্লিকের জন্য বরাদ্দ টাকা জমা হয়েছে। এধরনের একটি প্রতিস্ঠান ক্লিকসেন্স। ২০০৭ সাল থেকে এই প্রতিস্ঠান কাজ করছে। সাধারনত পিটিসি সাইটগুলির বিরুদ্ধে নানাধরনের অভিযোগ থাকে, এই সাইট সেতুলনায় সুনামের সাথে কাজ করছে দীর্ঘদিন ধরে। আর এখান থেকে টাকা পাওয়ার পদ্ধতিও সহজ। পেপল, এলার্টপে এসবের ওপর নির্ভর করা প্রয়োজন নেই। আপনার নামে ব্যাংকচেক পাঠাবে। উল্লেখ করা যেতে পারে জনপ্রিয় এই সাইট বাংলাদেশের জন্য বন্ধ ছিল দীর্ঘদিন। সম্প্রতি নতুনভাবে অনুমতি দেয়া হয়েছে।
আপনাকে কি করতে হবে
তাদের সাইটে গিয়ে নাম লেখাতে হবে। তাদের সাইটের ঠিকানা।
CLIXSENSE http://www.clixsense.com/?5074366 সেখানে সাইন-ইন বাটনে ক্লিক করে আপনার নাম-ঠিকানা, ইমেইল, ফোন নাম্বার ইত্যাদি দিন। ডানদিকের অংশে টাকা পাওয়ার পদ্ধতি হিসেবে ব্যাংক চেক সিলেক্ট করুন। ফরম পুরন করার কাজটি নিশ্চয়ই করতে পারবেন।ফরম পুরন করে সাবমিট করলে আপনার ইমেইলে একটি মেসেজ পাঠানো হবে। সেখানে লিংকে ক্লিক করে আপনার ইমেইল নিষ্চিত করুন। সাথেসাথে আপনি তাদের সদস্য। আপনার লগিন নেম, পাশওয়ার্ড ব্যবহার করে আপনার একাউন্টে ঢুকুন।তাদের সাইট থেকে একটি টুলবার ডাউনলোড করে ইনষ্টল করে নিতে পারেন। এর সুবিধে হচ্ছে সাইটে না ঢুকেই আপনি জানার সুযোগ পাবেন ক্লিক করার জন্য লিংক আছে কিনা।
কিভাবে ক্লিক করবেন
আপনি যখন খুশি যত খুশি ক্লিক করতে পারেন না। প্রত্যেকের জন্য ক্লিক বরাদ্দ করা হয়। ভিউ এড বাটণের ওপর দুটি সংখ্যা দেখতে পাবেন, একটি কতগুলি লিংক আছে, অপরটি আপনি কতবার ক্লিক করার সুযোগ পাবেন। এই বাটনে ক্লিক করুন। লিংকগুলি ওপেন হবে।প্রতিটি লিংকের জন্য ক্লিক করলে কত টাকা পাবেন সেটা দেখতে পাবেন। সাধারনত .০০১ ডলার থেকে .০২ ডলার পর্যন্ত। এখানে দৈনিক ৫ ডলার উপার্জনের সুযোগ রয়েছে।পছন্দমত কোন লিংকে ক্লিক করুন।নতুন আরেকটি পেজ ওপেন হবে। সেখানে একটি ঘড়ি দেখতে পাবেন। যদি কোন ছবির সাথে অপর ছবির মিল খুজতে বলে সেই ছবিতে ক্লিক করুন। ঘড়ির সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন (সাধারনত ৫ সেকেন্ড)।  এরপর আপনার একাউন্টে টাকা জমা হওয়ার মেসেজ পাবেন। যতগুলি ক্লিক করার সুযোগ দেয়া হয়েছে সেগুলি ক্লিক করুন। এভাবে আপনি ধনী হতে পারেন না, তবে অল্প সময় ব্যয় করে কিছু টাকা হাতে পেতে পারেন। সেইসাথে কাজ শুরুর অভিজ্ঞতা লাভ, সেটাই বা মন্দ কি। এভাবে শুরু করেই একসময় আরো বড় কাজের দিকে যেতে পারেন।

শনিবার, ১৭ আগস্ট, ২০১৩

অনলাইন ইনকাম

আজ প্রথম টাকা পেলাম অনলাইন আউটসোর্সিং থেকে, আমি খুশি ।কারন সবাই বলেছে আমি টাকা পাব না । এখন সবার কথা মিথ্যা প্রমান করে আমি টাকা পেয়েছি তার পরিমান যাইহোক না কেন । এখন আমি কিভাবে কোথা থেকে টাকা পেলাম তার একাটা বিস্তারিত বর্ননা দিতে চেষ্টা করব । আশাকরি সবাই ধৈর্যধরে পড়বেন । আপনারা যারা অনলাইনে কাজ করতে আগ্রহি তারা অবশ্যই ফ্রিল্যেন্সার নাম শুনে থাকবেন। আমি ফ্রিল্যেন্সার সাইট থেকে টাকা ইনকাম করেছি  সাইট এ জয়েন করার প্রথম মাস থেকেই। আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ পাবেন এ ছাড়াও রেফারাল ইনকাম আছে।  বিস্তারিত জানতে ও জয়েন করতে নিচর লিংক থেকে রেজিস্টার করুন

http://www.freelancer.com/affiliates/anandamukherjee/

 

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

সিন্ধু বদ্বীপ

সিন্ধু বদ্বীপ পাকিস্তানে সিন্ধু নদ ও আরবসাগরের মোহনায় অবস্থিত। এই বদ্বীপ অঞ্চলের আয়তন ১৬,০০০ বর্গমাইল (৪১,৪৪০ বর্গকিলোমিটার) এবং সমুদ্র-বরাবর এর প্রস্থ প্রায় ১৩০ কিলোমিটার। সিন্ধু বদ্বীপের মৃত্তিকাগত বৈশিষ্ট্য খুব কম বদ্বীপেই লক্ষিত হয় – এই অঞ্চল কাদা ও অন্যান্য অনুর্বর মাটিতে গঠিত এবং জলাভূমিময়। এই অঞ্চলের স্বাভাবিক বার্ষিক বৃষ্টিপাতের হার ১০-২০ ইঞ্চি।

পাকিস্তানের পঞ্চম বৃহত্তম নগরী হায়দ্রাবাদ সিন্ধুর মোহনার ১৩০ মাইল উত্তরে অবস্থিত। সমগ্র বদ্বীপ অঞ্চলে অনেক ছোটোখাটো মফস্বল শহর দেখা গেলেও, হায়দ্রাবাদের দক্ষিণে কোনো বড় শহর পাওয়া যায় না। পাকিস্তানের বৃহত্তম শহর করাচি বদ্বীপের দক্ষিণে আরবসাগরের উপকূলে অবস্থিত।

জুলাই মাসে এই অঞ্চলের গড় তাপমাত্রা থাকে ৭০ – ৮৫ ° ফারেনহাইট ও জানুয়ারিতে ৫০ – ৭০ ° ফারেনহাইট। এই বদ্বীপ অঞ্চলে প্রচুর পরিযায়ী পাখি ও মিষ্টিজলের প্রাণী দেখা যায়। ইলিশ, সিন্ধু বারিল, সিন্ধু গারুয়া (এক ধরনের ক্যাটফিস), দৈত্যাকার স্নেকহেড, সোনালি মহসির ও রিটা ক্যাটফিস প্রভৃতি মাছ এই অঞ্চলে প্রচুর মেলে।

২০০২ সালের ৫ নভেম্বর সিন্ধু বদ্বীপ অঞ্চল রামসর স্থান ঘোষিত হয়েছে।

^ Back to Top