প্রেমে প্রত্যাখান, বিয়েতে গররাজি। তরুণীর মুখে অ্যাসিড কিংবা তাকে খুন।
অথবা নিজেই 'শহিদ' হওয়া। প্রেমিকদের এইসব পাগলামি ও অপরাধ খবরের শিরোনামে
নতুন কিছু নয়। কিন্তু উত্তরপ্রদেশের এক তরুণী ঠিক উল্টো পথে হেঁটে দেখালেন
'হম কিসি সে কম নেহি'। বিয়েতে রাজি না হওয়ায় বয়ফ্রেন্ডকেই 'কিডন্যাপ' করে
বসলেন। অভিনব এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভলে।
বিয়েতে রাজি না হওয়ায় সম্ভলের চমন সরাই-এ ২৫ বছরের যুবককে তুলে নিয়ে গেল তাঁর গার্লফ্রেন্ড ও দুই সঙ্গী। ঘটনায় ওই তরুণী ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়। তিন জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অপহৃতের ভাই। ফাহিম নামে অপহৃত ওই যুবক বছর চারেক আগে দিল্লিতে দর্জির কাজ করত। তখন তাঁর সঙ্গে মেয়েটির পরিচয় হয়, পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তিন বছর আগে ফাহিম দিল্লি ছেড়ে আহমেদাবাদে পাড়ি দেয়। তারপর থেকে মেয়েটির সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ ছিল না। মেয়েটি ফাহিমকে বিয়ে করতে চেয়েছিল। ঈদের ছুটিতে ফাহিম বাড়ি এসেছিল। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার ফাহিমের বাড়ি যায় ওই তরুণী তাঁর সঙ্গে ছিল আরও দুই বন্ধু। ফাহিমের সঙ্গে কথা বলতে বলতে তাঁরা ফাহিমকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, ফাহিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তিন জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ফাহিমের খোঁজে তল্লাশি চলছে। তরুণীর বাড়িতে গিয়েও তরুণীটি ও ফাহিমের হদিশ মেলেনি।
বিয়েতে রাজি না হওয়ায় সম্ভলের চমন সরাই-এ ২৫ বছরের যুবককে তুলে নিয়ে গেল তাঁর গার্লফ্রেন্ড ও দুই সঙ্গী। ঘটনায় ওই তরুণী ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়। তিন জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অপহৃতের ভাই। ফাহিম নামে অপহৃত ওই যুবক বছর চারেক আগে দিল্লিতে দর্জির কাজ করত। তখন তাঁর সঙ্গে মেয়েটির পরিচয় হয়, পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তিন বছর আগে ফাহিম দিল্লি ছেড়ে আহমেদাবাদে পাড়ি দেয়। তারপর থেকে মেয়েটির সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ ছিল না। মেয়েটি ফাহিমকে বিয়ে করতে চেয়েছিল। ঈদের ছুটিতে ফাহিম বাড়ি এসেছিল। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার ফাহিমের বাড়ি যায় ওই তরুণী তাঁর সঙ্গে ছিল আরও দুই বন্ধু। ফাহিমের সঙ্গে কথা বলতে বলতে তাঁরা ফাহিমকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, ফাহিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তিন জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ফাহিমের খোঁজে তল্লাশি চলছে। তরুণীর বাড়িতে গিয়েও তরুণীটি ও ফাহিমের হদিশ মেলেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন