Welcome text

নয়াদিল্লি: প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড কলের সুবিধা চালু করল ভারতী এয়ারটেল। আজ থেকে এয়ারটেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন। এর মূল্য ধার্য হয়েছে ৭ টাকা। ৭ টাকার বিনিময়ে এই সুবিধা মধ্যরাত থেকে সকাল ছটা পর্যন্ত পাবেন গ্রাহকরা। কোম্পানির পক্ষ থেকে এই বিবৃতিতে একথা জানানো হয়েছে। ১২৯ ডায়াল করে এই সুবিধা অ্যাক্টিভেট করতে পারবেন গ্রাহকরা। কোম্পানি ইতিমধ্যেই একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক অ্যাকসেস ফ্রি করেছে। এয়ারটেলের ঘোষণা অনুযায়ী, রাতের জন্য এই আনলিমিটেড কলের সুবিধার মাধ্যমে তাদের প্রিপেড গ্রাহকরা মাত্র ৭ টাকায় লোকাল এয়ারটেল ফোনে মধ্যরাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যতখুশি কথা বলতে পারবেন।একইসঙ্গে এয়ারটেলের এই নাইট স্টোর অনুসারে, গ্রাহকরা মাত্র ৮ টাকায় আনলিমিটেড ২ জি ইন্টারনেট পরিষেবাও পাবেন। কথা বলা ও ইন্টারনেটে- দুটি সুবিধা একত্রে ১৫ টাকায় পাবেন গ্রাহকরা। কোম্পানি জানিয়েছে, কলকাতা,গুজরাত,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ (পূর্ব),হরিয়ানা,কেরল,পঞ্জাব,ওড়িশায় এয়ারটেল প্রিপেড গ্রাহকরা লোকাল এয়ারটেল ফোনে আনলিমিটেড কল তথা মোবাইল ইন্টারনেট সুবিধা ৯ টাকায় পাবেন। কোম্পানির রাত্রিকালীন ৫০০ এমবি থ্রিজি পরিষেবা ২৯ টাকায় এবং ১ জিবি ৪৯ টাকায় পাবেন গ্রাহকরা।

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

উত্তরপ্রদেশে উলটপুরাণ

প্রেমে প্রত্যাখান, বিয়েতে গররাজি। তরুণীর মুখে অ্যাসিড কিংবা তাকে খুন। অথবা নিজেই 'শহিদ' হওয়া। প্রেমিকদের এইসব পাগলামি ও অপরাধ খবরের শিরোনামে নতুন কিছু নয়। কিন্তু উত্তরপ্রদেশের এক তরুণী ঠিক উল্টো পথে হেঁটে দেখালেন 'হম কিসি সে কম নেহি'। বিয়েতে রাজি না হওয়ায় বয়ফ্রেন্ডকেই 'কিডন্যাপ' করে বসলেন। অভিনব এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভলে।
বিয়েতে রাজি না হওয়ায় সম্ভলের চমন সরাই-এ ২৫ বছরের যুবককে তুলে নিয়ে গেল তাঁর গার্লফ্রেন্ড ও দুই সঙ্গী। ঘটনায় ওই তরুণী ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়। তিন জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অপহৃতের ভাই। ফাহিম নামে অপহৃত ওই যুবক বছর চারেক আগে দিল্লিতে দর্জির কাজ করত। তখন তাঁর সঙ্গে মেয়েটির পরিচয় হয়, পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তিন বছর আগে ফাহিম দিল্লি ছেড়ে আহমেদাবাদে পাড়ি দেয়। তারপর থেকে মেয়েটির সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ ছিল না। মেয়েটি ফাহিমকে বিয়ে করতে চেয়েছিল। ঈদের ছুটিতে ফাহিম বাড়ি এসেছিল। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার ফাহিমের বাড়ি যায় ওই তরুণী তাঁর সঙ্গে ছিল আরও দুই বন্ধু। ফাহিমের সঙ্গে কথা বলতে বলতে তাঁরা ফাহিমকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, ফাহিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তিন জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ফাহিমের খোঁজে তল্লাশি চলছে। তরুণীর বাড়িতে গিয়েও তরুণীটি ও ফাহিমের হদিশ মেলেনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

^ Back to Top