Welcome text

নয়াদিল্লি: প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড কলের সুবিধা চালু করল ভারতী এয়ারটেল। আজ থেকে এয়ারটেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন। এর মূল্য ধার্য হয়েছে ৭ টাকা। ৭ টাকার বিনিময়ে এই সুবিধা মধ্যরাত থেকে সকাল ছটা পর্যন্ত পাবেন গ্রাহকরা। কোম্পানির পক্ষ থেকে এই বিবৃতিতে একথা জানানো হয়েছে। ১২৯ ডায়াল করে এই সুবিধা অ্যাক্টিভেট করতে পারবেন গ্রাহকরা। কোম্পানি ইতিমধ্যেই একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক অ্যাকসেস ফ্রি করেছে। এয়ারটেলের ঘোষণা অনুযায়ী, রাতের জন্য এই আনলিমিটেড কলের সুবিধার মাধ্যমে তাদের প্রিপেড গ্রাহকরা মাত্র ৭ টাকায় লোকাল এয়ারটেল ফোনে মধ্যরাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যতখুশি কথা বলতে পারবেন।একইসঙ্গে এয়ারটেলের এই নাইট স্টোর অনুসারে, গ্রাহকরা মাত্র ৮ টাকায় আনলিমিটেড ২ জি ইন্টারনেট পরিষেবাও পাবেন। কথা বলা ও ইন্টারনেটে- দুটি সুবিধা একত্রে ১৫ টাকায় পাবেন গ্রাহকরা। কোম্পানি জানিয়েছে, কলকাতা,গুজরাত,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ (পূর্ব),হরিয়ানা,কেরল,পঞ্জাব,ওড়িশায় এয়ারটেল প্রিপেড গ্রাহকরা লোকাল এয়ারটেল ফোনে আনলিমিটেড কল তথা মোবাইল ইন্টারনেট সুবিধা ৯ টাকায় পাবেন। কোম্পানির রাত্রিকালীন ৫০০ এমবি থ্রিজি পরিষেবা ২৯ টাকায় এবং ১ জিবি ৪৯ টাকায় পাবেন গ্রাহকরা।

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৩

চলো ঘুরে আসি

হিমাচল প্রদেশের দুটি মন্দির :

সংকট মোচন মন্দির :
সিমলার অদূরেই প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় মার্বেল পাথরের এই মন্দির সম্ভবত দুই শতক আগেকার। মূল বিগ্রহ রাম -সীতার। সামনেই আর একটি মন্দিরে হনুমানের মূর্তি। সকাল-সন্ধ্যায় চলে নিত্য পূজা। মন্দিরের চাতালে বসে দেখা যায় হিমালয়ের অপূর্ব সৌন্দর্য। সিমলা থেকে সরাসরি ঘুরে আসা যায়। দূরত্ব ২২কিমি মাত্র।




হানোগিমাতা মন্দির :
সিমলা থেকে প্রায় ১৫২ কিমি দুরে মান্ডি জেলার শেষ প্রান্তে বিয়াস নদীর কুলে হানোগিমাতা মন্দির। হানোগি মাতা আসলে দেবী দুর্গার আর-এক রূপ। কথিত আছে , কুলুর আদিবাসী রাজারা এই মন্দির নির্মান করেন। প্রায় দু-দশক আগে হিমাচল প্রদেশ সরকারের আর্থিক সাহায্যে এই মন্দির নুতন ভাবে সংরক্ষণ করা হয়। দশেরা  উপলক্ষে এখানে মেলা বসে ,বাজি পড়ানো হয়।
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

^ Back to Top