Welcome text

নয়াদিল্লি: প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড কলের সুবিধা চালু করল ভারতী এয়ারটেল। আজ থেকে এয়ারটেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন। এর মূল্য ধার্য হয়েছে ৭ টাকা। ৭ টাকার বিনিময়ে এই সুবিধা মধ্যরাত থেকে সকাল ছটা পর্যন্ত পাবেন গ্রাহকরা। কোম্পানির পক্ষ থেকে এই বিবৃতিতে একথা জানানো হয়েছে। ১২৯ ডায়াল করে এই সুবিধা অ্যাক্টিভেট করতে পারবেন গ্রাহকরা। কোম্পানি ইতিমধ্যেই একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক অ্যাকসেস ফ্রি করেছে। এয়ারটেলের ঘোষণা অনুযায়ী, রাতের জন্য এই আনলিমিটেড কলের সুবিধার মাধ্যমে তাদের প্রিপেড গ্রাহকরা মাত্র ৭ টাকায় লোকাল এয়ারটেল ফোনে মধ্যরাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যতখুশি কথা বলতে পারবেন।একইসঙ্গে এয়ারটেলের এই নাইট স্টোর অনুসারে, গ্রাহকরা মাত্র ৮ টাকায় আনলিমিটেড ২ জি ইন্টারনেট পরিষেবাও পাবেন। কথা বলা ও ইন্টারনেটে- দুটি সুবিধা একত্রে ১৫ টাকায় পাবেন গ্রাহকরা। কোম্পানি জানিয়েছে, কলকাতা,গুজরাত,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ (পূর্ব),হরিয়ানা,কেরল,পঞ্জাব,ওড়িশায় এয়ারটেল প্রিপেড গ্রাহকরা লোকাল এয়ারটেল ফোনে আনলিমিটেড কল তথা মোবাইল ইন্টারনেট সুবিধা ৯ টাকায় পাবেন। কোম্পানির রাত্রিকালীন ৫০০ এমবি থ্রিজি পরিষেবা ২৯ টাকায় এবং ১ জিবি ৪৯ টাকায় পাবেন গ্রাহকরা।

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

অধ্যায় ০ – নবীনদের জন্য উবুন্টুর বেসিক
  • উবুন্টুর সাথে লিনাক্সের সম্পর্ক কি?
  • উবুন্টুর জন্ম কাহিনী
  • কেন উবুন্টু?
  • উবুন্টুর বিভিন্ন রকমফের (কুবুন্টু, জুবুন্টু, লুবুন্টু)
অধ্যায় ১ – উবুন্টু’র সিডি ব্যবহার
  • সিডি সংগ্রহ
  • সিডি বার্ন করা
  • বুটেবল ইউএসবি তৈরি করা
  • লাইভ সিডি’র ব্যবহার
অধ্যায় ২ – উবুন্টু ইন্সটলেশান পদ্ধতি
  • পদ্ধতি ১ — উবি দিয়ে ইনস্টলেশন
  • পদ্ধতি ২ — কোনো পার্টিশান তৈরি না করে সরাসরি ইনস্টলেশন
  • পদ্ধতি ৩ — কোনো পার্টিশান তৈরি না করে ডুয়েল বুট ইনস্টলেশন
  • পদ্ধতি ৪ — পার্টিশান তৈরি করে সরাসরি ইনস্টলেশন
  • পদ্ধতি ৫ — পার্টিশান তৈরি করে ডুয়েল বুট ইনস্টলেশন
অধ্যায় ৩ – উবুন্টুর সাথে পরিচয়
  • ডেস্কটপ পরিচিতি
  • উবুন্টুর ফাইল স্ট্রাকচার
  • টার্মিনালের ব্যবহার
অধ্যায় ৪ – উবুন্টু ইন্সটলেশানের পরবর্তী কাজ
  • উবুন্টু ইনস্টলের  পর অবশ্য-করণীয় কিছু কাজ
  • সফটওয়্যার ইনস্টলেশন বিভিন্ন পদ্ধতি
  • অফলাইনে সফটওয়্যার ইনস্টলেশন
  • বাংলায় লেখালেখি করা
  • ল্যাম্প (LAMP) ইনস্টলেশন
  • অনান্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

^ Back to Top