Welcome text

নয়াদিল্লি: প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড কলের সুবিধা চালু করল ভারতী এয়ারটেল। আজ থেকে এয়ারটেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন। এর মূল্য ধার্য হয়েছে ৭ টাকা। ৭ টাকার বিনিময়ে এই সুবিধা মধ্যরাত থেকে সকাল ছটা পর্যন্ত পাবেন গ্রাহকরা। কোম্পানির পক্ষ থেকে এই বিবৃতিতে একথা জানানো হয়েছে। ১২৯ ডায়াল করে এই সুবিধা অ্যাক্টিভেট করতে পারবেন গ্রাহকরা। কোম্পানি ইতিমধ্যেই একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক অ্যাকসেস ফ্রি করেছে। এয়ারটেলের ঘোষণা অনুযায়ী, রাতের জন্য এই আনলিমিটেড কলের সুবিধার মাধ্যমে তাদের প্রিপেড গ্রাহকরা মাত্র ৭ টাকায় লোকাল এয়ারটেল ফোনে মধ্যরাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যতখুশি কথা বলতে পারবেন।একইসঙ্গে এয়ারটেলের এই নাইট স্টোর অনুসারে, গ্রাহকরা মাত্র ৮ টাকায় আনলিমিটেড ২ জি ইন্টারনেট পরিষেবাও পাবেন। কথা বলা ও ইন্টারনেটে- দুটি সুবিধা একত্রে ১৫ টাকায় পাবেন গ্রাহকরা। কোম্পানি জানিয়েছে, কলকাতা,গুজরাত,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ (পূর্ব),হরিয়ানা,কেরল,পঞ্জাব,ওড়িশায় এয়ারটেল প্রিপেড গ্রাহকরা লোকাল এয়ারটেল ফোনে আনলিমিটেড কল তথা মোবাইল ইন্টারনেট সুবিধা ৯ টাকায় পাবেন। কোম্পানির রাত্রিকালীন ৫০০ এমবি থ্রিজি পরিষেবা ২৯ টাকায় এবং ১ জিবি ৪৯ টাকায় পাবেন গ্রাহকরা।

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪

http://vubandanga.blogspot.in/p/blog-page_26.html

বাঙালির mall-culture

     আজ বিকেলে সোনালি free নেই।Plan-বন্ধুদের সাথে আড্ডা আর window shopping। হুড়মুড় করে সবাই mall-এ ঢুকতেই সোনালি বলল, “ hey guys, lets have some coffee first”।
     শুধু সোনালি নয়, যে দিকেই তাকান আপনার,আমার মাঝে ৯৯% বাঙালি-ই shopping mall-এ ঢোকা মাত্র মল,মূত্র ত্যাগ করার মতই বাংলা ভাষা ত্যাগ করে English বলতে শুরু করেন। এই প্রথা shopping mall নামক জায়গাটির rules and regulations-এর মধ্যে পরে কিনা তা এখনও জানা যায়নি। Shopping mall-এ যাওয়ার পথে বাস-এ যে বাঙালি পরিষ্কার বাংলায় মনের সাধ মিটিয়ে পরনিন্দা,পরচর্চা করেন সেই বাঙালির যে কেন shopping mall-এ ঢুকলেই এহেন পরিবর্তন ঘটে তাও অত্যন্ত চিন্তার বিষয়। মাস কাবারি বাজার করতে সাহা বাবু’র দোকানে গিয়ে, “রামু ৫০ মুগডাল দে তো” না বললে বাঙালির আশ মিটিয়ে বাজার করা হয় না।কিন্তু shopping mall-এ গিয়ে, “এক কিলো আলু কিনব” বললেই মহা বিপদ।
     এতো গেল বাংলা থেকে ইংলিশ-এ বঙ্গানুবাদ-এর পালা।এবার আসা যাক আড্ডা তে।যে বাঙালির মন সন্ধ্যে সাতটার পর-ই পারার রক এর প্রতি আকৃষ্ট হয়ে সেই আসল বাঙ্গালি।নিখাদ সোনা!কিন্তু এক্ষেত্রেও নতুন চমক!সদলবলে আড্ডা মারার উপযুক্ত যায়গা এখন shopping mall।বিনা পয়সায় A.C-র হাওয়ার হাতছানি উপেক্ষা করাটা ঠিক পরস্ত্রী-র দিকে তাকানোর অদম্য ইচ্ছা কে নিজের বউ এর নজরদারির ভয় মনে পুষে রাখার মতোই সাংঘাতিক!
     এবার আসা যাক shopping mall-এর এক এবং অদ্বিতীয় বৈশিষ্ট্য-তে...window shopping।শব্দ টির সম্ভাব্য মানে কেনার ইচ্ছা ছাড়াই দোকানে সাজানো জিনিসপত্র দেখা।মানে কেনার মত ট্যাঁকের জোর নেই বলে চোখ দিয়ে গিলে খাওয়া।অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো।তাতেই বাঙালির পরম তৃপ্তি।এখানেই সিমাবধ্য নয় shopping mall-এর বৈশিষ্ট্য।প্রেমের সহজ পাঠ পরা যুগলদের-ও এখন আর পড়ন্ত বিকেলের আলোয় ভিক্টোরিয়া আর বাদাম ভাজা পছন্দ নয়।প্রেমের নতুন ঠিকানা এখন food court
    এক কথায় বলাই যায় বাঙালির সুখের সংসারে যায়গা করে নিয়েছে shopping mallShopping mall-এর রূপ,রস,গন্ধে বাঙালি মুহ্যমান।


1 টি মন্তব্য:

^ Back to Top