Welcome text

নয়াদিল্লি: প্রিপেড গ্রাহকদের জন্য আনলিমিটেড কলের সুবিধা চালু করল ভারতী এয়ারটেল। আজ থেকে এয়ারটেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন। এর মূল্য ধার্য হয়েছে ৭ টাকা। ৭ টাকার বিনিময়ে এই সুবিধা মধ্যরাত থেকে সকাল ছটা পর্যন্ত পাবেন গ্রাহকরা। কোম্পানির পক্ষ থেকে এই বিবৃতিতে একথা জানানো হয়েছে। ১২৯ ডায়াল করে এই সুবিধা অ্যাক্টিভেট করতে পারবেন গ্রাহকরা। কোম্পানি ইতিমধ্যেই একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক অ্যাকসেস ফ্রি করেছে। এয়ারটেলের ঘোষণা অনুযায়ী, রাতের জন্য এই আনলিমিটেড কলের সুবিধার মাধ্যমে তাদের প্রিপেড গ্রাহকরা মাত্র ৭ টাকায় লোকাল এয়ারটেল ফোনে মধ্যরাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যতখুশি কথা বলতে পারবেন।একইসঙ্গে এয়ারটেলের এই নাইট স্টোর অনুসারে, গ্রাহকরা মাত্র ৮ টাকায় আনলিমিটেড ২ জি ইন্টারনেট পরিষেবাও পাবেন। কথা বলা ও ইন্টারনেটে- দুটি সুবিধা একত্রে ১৫ টাকায় পাবেন গ্রাহকরা। কোম্পানি জানিয়েছে, কলকাতা,গুজরাত,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ (পূর্ব),হরিয়ানা,কেরল,পঞ্জাব,ওড়িশায় এয়ারটেল প্রিপেড গ্রাহকরা লোকাল এয়ারটেল ফোনে আনলিমিটেড কল তথা মোবাইল ইন্টারনেট সুবিধা ৯ টাকায় পাবেন। কোম্পানির রাত্রিকালীন ৫০০ এমবি থ্রিজি পরিষেবা ২৯ টাকায় এবং ১ জিবি ৪৯ টাকায় পাবেন গ্রাহকরা।

বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৩

সফটওয়্যার

যারা xp ব্যবহার করেন তাদের জন্য আজ আমি একটি সফটওয়্যার এর কথা বলব, সফটওয়্যারটির কথা অনেকেই জানেন , যারা জানেন না তাদের জন্য। সফটওয়্যারটির নাম "IComplex 2.0.0". এর দ্বারা আপনি সহজেই xp তে বাংলা use করতে পারবেন।  
সফটওয়্যারটির সাইজ 4.44 MB মাত্র।
ডাউনলোড লিংক :icomplex-2.0.0.exe

অনলাইন ইনকাম 1000 /- PM

আমি আপনাদের একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এতে আপনি ১০০% নিশ্চিত ইনকাম করতে পারবেন কিন্তু জানেনই তো শ্রম দেয়া ছাড়া শ্রমের মূল্য পাওয়া সম্ভব নয়, তাই আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে। সাইটটি পপুলার হওয়ায় অনেকের চেনা তাই সেই ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটি সম্পর্কে আবার লেখার জন্য। এখানে প্রতিটি এ্যাডের জন্য পাওয়া যায় 0.25-5 Rs/-, এখানে আপনি রেজিষ্ট্রেশন করলে সাথে সাথে পাবেন একটি রেফারাল আইডি। এই আইডি দ্বারা আপনি আরও অনেক লোককে নানাভাবে এই সাইটে রেফার করতে পারবেন। প্রতেক রেফার এর জন্য আপনি ৫০টাকা করে পাবেন। ১০০০ টাকা হলে আপনি চেকের মাধমে টাকা তুলতে পারবেন।

join link: http://www.rupeeinbox.com/register.asp?ref=2093159-73593 

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

চরিত্র -গঠন :



"উন্নতি লাভ করতে হলে, জানতে হবে, আমাদের চেষ্টা বিফল হয় কেন ? কি জন্য আমরা কৃতকার্য লাভ করতে পারিনা, ইহা জানতে পারলে, অর্দ্ধেক সফলতা লাভ করা যায়।"

"সকল ধর্ম্মের প্রথম সূত্র নির্দ্দষতা, তত্পরে সুশীলতা। সুশীলতাকে বিদেয় দিলে অর্দ্ধেক ধর্ম্ম তাহার সহিত বিদায় লয়।"

অনেকে  যা কিছু কাজ করে, সমস্তই সুখের জন্য।কিন্তু সুখ সুখ করে বেড়ালে সুখ লাভ হয় না। নিজ কর্ম করলে উন্নতি ও সুখ উভয়ই লাভ হয়। এই যে তোমরা অর্থব্যয়  ও পরিশ্রম করে বিদ্যালাভ করছ, ইহা কি সুখের জন্য ? যদি বল, "সুখের জন্য কি না জানি না, বোধ হয় অর্থপার্জ্জনের নিমিত্ত ", তালে প্রকৃতই জান না। অর্থপার্জ্জনও কি সুখ-সাচ্ছন্দে কালযাপন করবার জন্য নয় ? লোকে কেবল উপার্জনের জন্য যে বাল্যকালে বিদ্যালাভ করে, তা নয়। শিক্ষার প্রধান উদ্দ্যেশ , চরিত্র-গঠন।  প্রকৃত মনুষ্য-পদ-বাচ্য হবার জন্যই জ্ঞানার্জ্জন; কেবল মাত্র অর্থপার্জ্জনের নিমিত্ত নয়।

 আরো পড়ুন : সাহিত্য চর্চা

টেক টক

উন্নত প্রযুক্তির এলসিডি টিভি ভারতে লঞ্চ করল বেন কিউ। ৩২ ও ৩৭ ইঞ্চি মাপের মধ্যে পছন্দসই মডেল বাছতে পারবেন ক্রেতারা।  

টেক টক

প্রয়োজন মতো এবার স্কুটার ও ভাজ করে ফেলে যাবে।
হল্যান্ড এর সংস্থা "কগা" বানিয়ে ফেলল এমনই একটি পোর্টেবল স্কুটি,
দাম ১২০০ ডলার। 

শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৩

আজকের রান্না

পটেটো স্কিন :

উপকরণ : নতুন আলু  ৪০০ গ্রাম, ডিম ৩ টি, চীজ ৫০ গ্রাম, মেয়োনেজ ২ টেবিল চামচ, স্মোকড হ্যাম ২০০ গ্রাম, নুন, গোলমরিচ, মাখন ১ টেবিল চামচ।

নিয়ম :    আলু ধুয়ে খোসা সহ সেদ্ধ করুন। আলু খোসা সহ স্লাইস করে আভেনে প্রি -হিট করুন। ডিম  সেদ্ধ করে মেয়োনেজ, চীজ, নুন, গোলমরিচ দিয়ে মেখে নিন। এবার স্মোকড হ্যাম বা সেদ্ধ চিকেন শ্রেড করে মিশিয়ে নিন। আলুর  স্লাইসের উপর মাখন লাগিয়ে ডিমের মিশ্রণ চামচে করে দিন ও ১৫-২০ মিনিট বেক করুন ১৮০ ডিগ্রী সেন্টিগ্রেট এ। গরম গরম পরিবেশন করুন।



  

বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩

গুগল ক্যালেন্ডারের ব্যবহার

গুগল ক্যালেন্ডার এখন বেশ জনপ্রিয়।মাত্র ৬৭৭ কিলোবাইটের ফ্রি এই সফটওয়্যারটা www.azotix.com থেকে ডাউনলোড করে নিন। এবার ইনস্টল করে গুগল একাউন্ট (গুগল এ্যাপসের একাউন্ট গুলোও ব্যবহার করা যাবে) লগইন করুন। গুগল ক্যালেন্ডার প্রায় সকল সুবিধা ব্যবহার করা যাবে। অফলাইনে ইভেন্ট দেখা যাবে এবং নতুন ইভেন্ট তৈরী করা যাবে।

ভূবনডাঙা: সাহায্য/জিজ্ঞাসা

ভূবনডাঙা: সাহায্য/জিজ্ঞাসা: ভূবনডাঙা এ আপনাকে সাগতম  আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার ।আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষের সাহায্য করা।তাদের কাছে আরো সুন্দর...

টেক টক

গুগল মান্কি আর :

এক  টুকরো সফটওয়ার যা গুগল আর। এতে  "ট্রাকলেস  অপশন" রয়েছে। সুতরাং আপনি কোনো সাইট এ কী সার্চ করলেন কোনটাই গুগলের সার্চে লগ হবে না , আপনি একেবারে সুরক্ষিত। 


মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

আজকের রান্না :

১। চামাল :
উপকরণ : চালের গুড়ো  ১০০গ্রাম, সুজি  ১০০গ্রাম, ঝোলা গুড় ১৫০গ্রাম, নারকোল ১টি , গোলমরিচ , তেল, জল বা দুধ।
নিয়ম : ১ থেকে ২ ঘন্টা চালের গুড়ো ভিজিয়ে রাখুন, তারপর মোটা করে বেটে নিন। চাল বাটাতে  ঝোলা গুড়, সুজি মিশিয়ে দুধে ভালো করে ফোটান। মিশ্রণ টিতে নারকোল কোরা ও  গোলমরিচ দিন। কড়াইতে তেল গরম করে তাতে মিশ্রণটি মালপোয়ার মতন করে ছাড়ুন। হাল্কা সোনালী রং হলে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৩

আমাদের কথা

আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার ।আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষের সাহায্য করা।তাদের কাছে আরো সুন্দর ও সহজভাবে টেকনোলজিকে তুলে ধরা।  সাহিত্য চর্চা  ও  দেশ বিদেশ এর খবরা খবর জানানো।আমরা চাই  প্রতিটি মানুষ আরো জানুক, তাদের জানার পিপাসা আরো বাড়ুক। এই উদ্দেশ্যেই আমাদের যাত্রা শুরু।

আমাদের কথা

আপনাকে স্বাগতম

আমার দেশ আমার গর্ব। আমার ভাষা আমার অহংকার ।

আজকের রান্না

নারকোল রোল :



উপকরণ : নারকোল ১টি, ২ লিটার দুধ, চিনি ১৫০গ্রাম, রাবড়ি ৫০-১০০গ্রাম, কেশর ৫০-১০০গ্রাম, পেস্তা ৫০-১০০গ্রাম, লেবু ১টি.
নিয়ম : নারকোল কুড়িয়ে নিন। দুধ জ্বাল দিয়ে তাতে লেবু দিয়ে ছানা কেটে নিন। ছানা থেকে জল ঝরিয়ে নিয়ে তাতে নারকোল কোরা ও ৫০গ্রাম চিনির গুড়ো মেশান। মিশ্রণটি লম্বাকৃতি করে ১০-১৫ মিনিট চিনির শিরায়ে  জ্বাল দিন, এরপর সম্পূর্ণ রস শুষে যাবার আগে রোল গুলো তুলে নিয়ে তাতে বাকি রসটা ঢেলে দিন। রোল গুলো ঠান্ডা হলে তাতে রাবড়ি, কেশর, পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।    

ওয়েব ডিজাইন কী ?

ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব তৈরী করা।ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট বানানো,এখানে কোন এপ্লিকেশন থাকবেনা।যেমন লগিন সিস্টেম, নিউজলেটার সাইনআপ, পেজিনেশন, ফাইল আপলোড করে ডেটাবেসে সেভ করা,ইমেজ ম্যানিপুলেশন, যদি সাইটে বিজ্ঞাপন থাকে তাহলে প্রতিবার পেজ লোড হওয়ার সময় বিজ্ঞাপনের পরিবর্তন এগুলি এপ্লিকেশন, ওয়েব এপ্লিকেশন।এসব তৈরী করতে হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে।কোন প্রকার এপ্লিকেশন ছাড়া একটা সাইট তৈরী করা এটাই ওয়েব ডিজাইন, এধরনের ডিজাইনকে বলতে পারেন স্টাটিক ডিজাইন।ওয়েব ডিজাইনের জন্য এই ধারনাটি সাধারনত ব্যবহৃত হচ্ছে।                 
^ Back to Top