"উন্নতি লাভ করতে হলে, জানতে হবে, আমাদের চেষ্টা বিফল হয় কেন ? কি জন্য আমরা কৃতকার্য লাভ করতে পারিনা, ইহা জানতে পারলে, অর্দ্ধেক সফলতা লাভ করা যায়।"
"সকল ধর্ম্মের প্রথম সূত্র নির্দ্দষতা, তত্পরে সুশীলতা। সুশীলতাকে বিদেয় দিলে অর্দ্ধেক ধর্ম্ম তাহার সহিত বিদায় লয়।"
অনেকে যা কিছু কাজ করে, সমস্তই সুখের জন্য।কিন্তু সুখ সুখ করে বেড়ালে সুখ লাভ হয় না। নিজ কর্ম করলে উন্নতি ও সুখ উভয়ই লাভ হয়। এই যে তোমরা অর্থব্যয় ও পরিশ্রম করে বিদ্যালাভ করছ, ইহা কি সুখের জন্য ? যদি বল, "সুখের জন্য কি না জানি না, বোধ হয় অর্থপার্জ্জনের নিমিত্ত ", তালে প্রকৃতই জান না। অর্থপার্জ্জনও কি সুখ-সাচ্ছন্দে কালযাপন করবার জন্য নয় ? লোকে কেবল উপার্জনের জন্য যে বাল্যকালে বিদ্যালাভ করে, তা নয়। শিক্ষার প্রধান উদ্দ্যেশ , চরিত্র-গঠন। প্রকৃত মনুষ্য-পদ-বাচ্য হবার জন্যই জ্ঞানার্জ্জন; কেবল মাত্র অর্থপার্জ্জনের নিমিত্ত নয়।
আরো পড়ুন : সাহিত্য চর্চা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন